মধু চেনার সবচেয়ে সঠিক উপায় হচ্ছে মধুর বৈশিষ্ট্য সম্পর্কে জানা।
ম্যানগ্রোভ সুন্দরবনের খলিশা ফুলের মধুর বৈশিষ্ট্য
১/ এই মধু কখনোই জমে না, ফ্রীজের ভেতরে বা বাহিরে ২/ খেতে খুবই সুস্বাদু, হালকা টকটক মিষ্টি লাগে। ৩/ একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে- ঝাঁকি লাগলে প্রচুর পরিমাণে ফেনা হয়। ৪/ মধুর ঘনত্ব সবসময় পাতলা হবে ৫/ দেখতে Light Amber রঙের হয়ে থাকে 6/ সুন্দরবনের মধুর এত নাম ডাক হওয়ার পেছনে এর ঘ্রাণ অনেক বড় প্রভাবক হিসেবে কাজ করে। অসাধারণ।
কেনো নিয়মিতমধুসেবন করবেন?
✔️খাঁটি মধু ক্লান্তি প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে ✔️মধু রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায় ✔️ঠান্ডা, ফ্লু, কাশি এবং গলাব্যথা উপশমে দারুণভাবে কার্যকরী মধু। ✔️মধু ডায়রিয়া ও কোষ্ঠকাঠিন্য দূর করে। ✔️অনিদ্রা, হাঁপানি, ফুসফুসের সমস্যা, অরুচি, বমিভাব, বুক জ্বালা রোধ করে। ✔️মধু দেহের ফ্যাট কমায়, যা ওজন কমাতে সাহায্য করে। ✔️হৃদ্রোগ প্রতিরোধে কার্যকরী ভূমিকা রাখে। ✔️শরীরে তাপ ও শক্তি উৎপাদন করে