🌱দৈহিক শক্তি অস্বাভাবিক হারে বৃদ্ধি করে। 🌱ক্যালসিয়ামের ঘাটতি পূর্ণ করে। 🌱রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে অনেক স্ট্রং করে গড়ে তুলে। 🌱 তারুণ্য ধরে রাখে। 🌱 ক্যালসিয়ামের ঘাটতি পূর্ণ ক। 🌱 রুচি বৃদ্ধি করবে। 🌱 হজম শক্তি বৃদ্বি করবে। 🌱 ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে। 🌱ক্লান্তিবোধ ও আলস্য দূর করবে। 🌱 হা-র্টের সুস্থতায় বেশ কার্যকরীতা। রাখবে 🌱 হাড় শক্ত করবে ও মাংস-কোষ বর্ধণ করবে। 🌱 স্মৃ-তি শক্তি ভাল রাখবে। 🌱মেধা বৃদ্ধি করবে। 🌱 কোষ্ট-কাঠিন্য দূর করে।